নাকাশিপাড়া: বড়োসড়ো খুনের ছক বানচাল করল পুলিশ নাকাশীপাড়ায়,প্রেস বিবৃতি দিলেন নদীয়া কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের ডি এসপি ডি এন টি
গত তিনদিন যাবত অন্য একটি খুনের মামলার তদন্ত চলাকালীন এক সোর্স মারফত আমরা জানতে পারি যে নাকাশীপাড়া থানা এলাকার মুড়াগাছা অঞ্চলে আরেকটি খুনের করার পরিকল্পনা চলছে। এবং সেই পরিকল্পনা মাফিক যে দুজনকে পুলিশ গ্রেফতার করেন, তারাই তাদের সঙ্গে সহযোগী নিয়ে এই মার্ডার করবে যদিও তাদের এই মার্ডারের সুপারি দেওয়া হয়েছে এলাকার একজন অধিবাসির তরফ থেকে যিনি বর্তমানে রাজ্যের বাইরে রয়েছেন। তদন্তের স্বার্থে পুলিশ তার পরিচয় গোপন রাখতে চাইছেন।