মাথাভাঙা ২: হিন্দুস্তান মোড়ে অবস্থিত এস এস বি-র ৩৪ নং ব্যাটালিয়নের উদ্যোগে ভারত ভূটান সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত
মাথাভাঙ্গা ২ নং ব্লকের হিন্দুস্তান মোড়ে অবস্থিত এস এস বি-র ৩৪ নং ব্যাটালিয়নের হেড কোয়ার্টারের উদ্যোগে ভারত ভূটান সীমান্তবর্তী এলাকায় সোমবার দুপুর তিনটে নাগাদ অনুষ্ঠিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির। উক্ত শিবের এলাকার বাসিন্দারা চোখ, দাত সহ তাদের স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করায়।শিবিরের উদ্বোধন করেন ৩৪ নং ব্যাটালিয়নের কমানডান্ট মনোজ কুমার চাঁদ। কমানডান্ট মনোজ কুমার চাঁদ জানান এদিনের শিবিরে পুরুষ, মহিলা,শিশু সহ ২৩৩ জন স্বাস্থ্য পরীক্ষা করান।