আমতা ২: আমতা কেন্দ্র তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মিলন উৎসব অনুষ্ঠিত হলো উপস্থিত বিধায়ক
Amta 2, Howrah | Oct 14, 2025 হাওড়ার আমতা বিধানসভার অন্তর্গত খালনা জয়পুর নওপাড়া গাজীপুর ঝামটিয়া থলিয়া ও অমরাগড়ি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে আমতা বিধানসভার কেন্দ্রের নিযুক্ত তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নেতৃত্বে অমরাগড়ি তে অনুষ্ঠিত হলো মিলন উৎসব অনুষ্ঠান। মঙ্গলবার আনুমানিক ৫:৪৫ নাগাদ এই মিলন উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল মহাশয় এ ছাড়া উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্ববৃন্দ