বিশালগড়: পরিমল চৌমুহনি রাঙ্গাপানিয়া নদীর পাশে দশমীঘাট নির্মাণের দাবি জানালো এলাকার যুব সমাজ
চড়িলাম পরিমল চৌমুহনী এলাকায় রাঙ্গাপানিয়া নদীর পাশে একটি দশমী ঘাট নির্মাণ করে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে হাতজোড় করে এলাকার যুবকরা আবেদন জানিয়েছে লক্ষীপুজোর দিনে। তাদের দাবি এই এলাকায় অনেক দূর-দূরান্ত থেকে প্রায় প্রতিবছর 35 থেকে 40 টি দুর্গা বিসর্জন করা হয়। বিভিন্ন ক্লাব এবং বাড়ি ঘরের মূর্তিও এই জায়গায় বিসর্জন করা হয়।