বালুরঘাট: জাতীয় সড়কে হাঁটাহাঁটির সময় যুবতীর সোনার মালা ছিনতাইয়ের চেষ্টা টোটো চালকের, বালুরঘাটে গ্রেপ্তার অভিযুক্ত টোটো চালক
বাড়ির সামনেই জাতীয় সড়কে পায়চারী করা সময় এক যুবতীর গলা থেকে মালা ছিনতাই করে নিয়ে পালানোর চেষ্টা করার অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে। ওই যুবতী ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে লাথি মেরে রাস্তায় ফেলে পালাতে থাকে অভিযুক্ত টোটো চালক। সোমবার রাতে শহরের গৌড়িয় মঠ এলাকার প্রকাশ্য রাস্তায় ওই ঘটনার পর, যুবতির চিৎকার শুনে স্থানীয়রা ওই টোটোর পিছনে ধাওয়া করে তাকে মঙ্গলপুর এলাকা থেকে পাকড়াও করে। এরপর গণপ্রহার দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে।