রাজ্যজুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উন্নয়নের পাঁচালী প্রচার। বিভিন্ন সংসদে সংসদে ঘুরে ঘুরে প্রচার করা হচ্ছে বিগত ১৫ বছরের রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা। সেই উন্নয়নের পাঁচালী বিষয়ে সমালোচনা করতে গিয়ে রবিবার রাত আটটা নাগাদ চাকলতোড় থেকে ভারতীয় জনতা পার্টির বলরামপুর মন্ডল ২ এর সভাপতি বিকাশ রেওয়ানী এবং সাধারণ সম্পাদক সন্দীপ গোপ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করেন।