হলদিয়া: যারা জোর করে দেশে ঢুকে উৎপাত করছে SIR করে নাম কাটো দেশ থেকে বার করে দাও হলদিয়া এসে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ
যে মার খেয়ে দুনিয়া থেকে ভারতবর্ষে এসছে তাদের কে আমরা জায়গা দিয়েছি CAAপাস করে তাদেরকে নাগরিকত্ব দিয়েছি। যারা জোর করে ঢুকে আবার উৎপাত করছে দাঙ্গা বাজানোর চেষ্টা করছে তাদের জন্য SIRকরা হচ্ছে।নাম কেটে দিয়ে ডিলিট ডিপোর্ট। নাম কাটো দেশ থেকে বার করে দাও সেই ব্যবস্থা করা হয়েছে। হলদিয়া গিরিশপুর বাজার কমিটির কালী পূজা উদ্বোধন করতে এসে সোমবার দুপুর বারোটা নাগাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।