সীমলাপাল: দুর্গাপুজোর আগে ঘরে ফিরবেন তো? পুখুরিয়ার শ্রমিকদের পরিবারে উৎকণ্ঠা, পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিলেন বিধায়ক
নেপালে ঠিক কতজন শ্রমিক প্রকৃত অর্থে আটকে রয়েছেন তা নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও, ইতিমধ্যেই হিড়বাঁধের লালবাজার এলাকার দশজন শ্রমিক কোনোমতে বাড়ি ফিরেছেন শুক্রবার। তবে সিমলাপাল ব্লকের পুখুরিয়া গ্রামের অন্তত কুড়ি জন শ্রমিক এখনও নেপালে কর্মসূত্রে আটকে রয়েছেন। দুর্গাপুজোর আগে তাঁরা ঘরে ফিরতে পারবেন কিনা, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের পরিবারগুলির। রবিবার সকালে শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে পুখুরিয়া গ্রামে পৌঁছন তালডাংরার বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু।