পূর্বস্থলী ১: নাদনঘাট থানার সাইবার ডেস্কের উদ্বোধন, ফিরিয়ে দেয়া হলো হারিয়ে যাওয়া মোবাইলও হাজির SP, ASP
রাস উৎসবের প্রাক্কালে সোমবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার নদনঘাট থানায় সাইবার ডেক্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার সায়ক দাস, অ্যাডিশনাল এসপি রাজিব কুমার, ডিএসপি ট্রাফিক সুমন দাস, এসডিপিও রাকেশ চৌধুরী এবং থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তারা।এই উপলক্ষে প্রায় ৪০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন কর্মকর্তারা।