ধূপগুড়ি: আজ থেকে টন্ডু বামনডাঙ্গা যাওয়ার রাস্তা উপর টানাটানি সেতু খুলে গেল,খুশি সকলে
গত মঙ্গলবার থেকে বাইক পারাপারের জন্য টানাটানি সেতু খুলে দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার বিকেল চারটা থেকে থেকে বাইকের পাশাপাশি ছোট বড় সমস্ত গাড়ি চলাচলের জন্য খুলে গেল রাস্তাটি।উল্লেখ্য গত পাচ অক্টোবর ভয়াবহ বন্যায় গাঠিয়া নদীর জল বেড়ে গিয়ে টানাটানি সেতুর এপ্রোচ রোড ভেসে গিয়েছিল। টন্ডুর বহুবাড়িঘরও ভেসে যায়।সেদিন থেকে এই রাস্তা দিয়ে টন্ডু বামনডাঙ্গা ও খেরকাটা যাতায়াত বন্ধ হয়েছিল।বেশ কয়েকদিন এনডি আরএফের নৌকা করে নদী পারাপার করে যাতায়াত করত সকলে।