বিশালগড়: পুষ্কর বাড়ি সপ্তরথী ক্লাবের তরফে বিশ্রামগঞ্জ থানার ওসি-কে সংবর্ধনা জান
বিশ্রামগঞ্জ পুষ্কর বাড়ি সপ্তরথী ক্লাবের তরফে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা কে রিসা ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান ক্লাবের সম্পাদক দুর্জয় দেববর্মা সভাপতি সঞ্জীব দেববর্মা সহ-সভাপতি সন্ধিরাম দেববর্মা অনিরুদ্ধ দেববর্মা সমরেশ দেববর্মা। তারা এলাকার বিভিন্ন বিষয় নিয়ে ও সি,র সঙ্গে মতবিনিময় করেন।