এসআইরের আবহে সাধারণ মানুষের সাহায্যার্থে তৃণমূলের তরফে বিভিন্ন এলাকায় তৈরি করা হয়েছে হেলপ ডেস্ক বা যার পোশাকি নাম দেওয়া হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির। খড়্গপুরেও তৃণমূলের তরফে আয়োজন করা হয়েছে এই হেলপ desker, আজ মঙ্গলবার রাত্রি প্রায় সাড়ে দশটা নাগাদ দেখা গেল খড়গপুর পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের এই শিবিরে সাহায্যের আগে জানাতে আসছেন বাসিন্দারা।