বরাবাজার: তালট্যাড় গ্রামের মাঝে রাস্তার বেহাল দশা, দ্রুত মেরামতের আবেদন গ্রামবাসীদের
রাস্তা নই যেন মরণ খাদ, বর্ষা ভর্তি রাস্তার উপরে প্রায় হাঁটুর উপরে জল দাঁড়িয়ে থাকে। প্রায় সময় সেই জলে কাদায় মাখামাখি হয় বাইক আরোহী থেকে গ্রামের পুরুষ মহিলারাও। তালট্যাড় গ্রামের মাঝে রাস্তায় এমনই দশা। শনিবার বিকেলে রাস্তার সেই বেহাল দশার চিত্রই ফুটে উঠলো আমাদের ক্যামেরায়। গ্রামবাসীদের দাবি দ্রুত মেরামত করা হোক রাস্তাটিকে গ্রামবাসীদের পক্ষ থেকে জানা যায়, পাড়ায় সমাধান প্রকল্পে ধরা হয়েছে ওই রাস্তাটির কাজ। পঞ্চায়েত থেকে তার দরপত্রও হয়ে রয়েছে। এখ