শহীদ স্মরণে শুরু খেতমজুর ইউনিয়নের জেলা সম্মেলন। ওন্দার বুদ্ধদেব ভট্টাচার্য নগরে আজ সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের তৃতীয় বাঁকুড়া জেলা সম্মেলনের সূচনা হয়। পতাকা উত্তোলনের আগে শহীদ বেদিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সংগঠনের জেলা সভাপতি মনোরঞ্জন পাত্র, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জুড়ান বাগদী, দেবলীনা হেমব্রম, অজিত পতি সহ অন্যান্য নেতৃত্ব। সবশেষে জেলা সম্পাদক সাগর বাদ্যকর সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন।