রাজনগরের গাংমুড়ি গ্রাম সংলগ্ন নতুনগ্রাম এলাকায় ঐতিহাসিক ভদ্রকালী মন্দিরে এই মহা মহোৎসব অনুষ্ঠিত হলো। ভদ্রকালী মাতা মন্দির পরিচালন সমিতির ব্যবস্থাপনায় গত ১২ বছর ধরে এই মহামোহোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এই উপলক্ষে এদিন বিশেষ পূজা অর্চনা ও প্রায় ১০ হাজার ভক্তকে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হল। উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্বরূপ আচার্য্য, গদাধর প্রসাদ লালা, অশেষা নন্দ কুন্ডু, আনন্দমোহন নন্দী, নয়ন ভারতী, নারায়ন বাগদি প্রমুখ।