কুলতলি: একাধিক রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান শতাধিক পরিবার
কুলতলির জালাবেড়িয়া দু'নম্বর অঞ্চলের পশ্চিম গাবতলা ১১৩ নম্বর বুথে সিপিআইএম, এস ইউ সি আই, আইএসএফ থেকে শতাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি ইয়ামিন মিস্ত্রি,অঞ্চল অবজারভার কৃষ্ণেন্দু কয়াল, প্রধান স্বপন সরদার, আইএনটিটিইউসির সভাপতি শ্যামাপদ নাইয়া অর্জুন কৃষ্ণ বায়েন নাসির উদ্দিন লস্কর,কর্মাধ্যক্ষ মান্যবর হালদার প্রমুখ।