ভগবানপুর ১: নোনানস্করপুর বাপুজী সংঘের শ্যামা পূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভায় আজ উপস্থিত সভাপতি অরূপ সুন্দর পণ্ডা
পূর্ব মেদিনীপুর জেলার ভাগবানপুর-১ব্লকের বেঁউদিয়া অঞ্চলের অন্তর্গত নোনানস্করপুর বাপুজী সংঘের আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভায় আজ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ভগবানপুর-১পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা,বিভীষণপুত্র গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সৌরভ কান্তি বেরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবী গন