কৃষ্ণনগর ১: যাত্রাপুর এলাকায় সান শেড ভেঙে চাপা পড়ে আহত এক মহিলা ও এক শিশু সহ পাঁচ
কংক্রিটের সানশেড ভেঙে চাপা পড়ে গুরুতর জখম হলেন এক শিশু ও এক মহিলা সহ পাঁচ জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত যাত্রাপুর গ্রামে। জানা গিয়েছে ওই গ্রামের বাসিন্দা উপেন মণ্ডলের বাড়িতে ঘরের টিনের শেড মেরামতের কাজ করছিলেন সোনারুল সেখ নামে এক নির্মাণ শ্রমিক। সেই সময় ওই ঘরের সানশেডের নিচে বসে ছিলেন বাড়ির লোকজন।