বরাবাজার: ধেলাতবামু অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা আয়োজিত হলো বদলডি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে
বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী ১০ ই অক্টোবর শাঁখারী বাঁশবেড়িয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হতে চলেছে বিজয়া সম্মিলনী, উপস্থিত থাকবেন দেবাংশু ভট্টাচার্য, প্রতিটি আঞ্চলিক স্তরে চলছে তারই প্রস্তুতি সভা, ধেলাতবামু অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকেও বদলডি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে মঙ্গলবার সকাল দশটার সময় আয়োজিত হল এই প্রস্তুতি সভা।