ইংরেজবাজার: দেবশিল্পী বিশ্বকর্মার পুজো আরাধনায় সস্ত্রীক ব্রতী হলেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ
বুধবার দেবশিল্পী বিশ্বকর্মার পুজো আরাধনায় সস্ত্রীক ব্রতী হলেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। এদিন সকালে তিনি মালদার শহরের বিএস রোড বেলতলা এলাকার বাড়িতে শ্রীশ্রী বিশ্বকর্মার পুজোয় ব্রতী হন। ধর্মীয় শুদ্ধাচার মেনে দেবশিল্পীর পুজো দিয়ে শিল্প জগতের সঙ্গে যুক্ত সমস্ত মানুষের মঙ্গল ও শ্রীবৃদ্ধি কামনা করেন।