নলহাটি ১: 'ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে' অন্তর্ভুক্তির দাবিতে শিক্ষকদের পদযাত্রা কোচবিহার থেকে এসে পৌছালো নলহাটিতে
'ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে' অন্তর্ভুক্তির দাবিতে শিক্ষকদের পদযাত্রা কোচবিহার থেকে এসে পৌছালো নলহাটিতে। সকল কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের 'ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে' অন্তর্ভুক্ত করার দাবিতে কোচবিহার থেকে গত ৫ ই অক্টোবর শুরু হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের একটি পদযাত্রা এই পদযাত্রা আগামী ২৪ শে অক্টোবর পৌছাবে নবান্ন। আজ শুক্রবার বেলা ১২টা নাগাদ এই শিক্ষক-শিক্ষিকাদের পদযাত্রা এসে পৌঁছায় নলহাটিতে।