বারাসাত ১: রেলের সবুজ সংকেতের অপেক্ষায় বামনগাছি-দত্তপুকুরের বিস্তীর্ণ এলাকা, জল যন্ত্রণা থেকে মিলবে মুক্তি
রেলের সবুজ সংকেতের অপেক্ষায় বামনগাছি-দত্তপুকুরের বিস্তীর্ণ এলাকা, জল যন্ত্রণা থেকে মিলবে মুক্তি; পরিদর্শনে এলেন রেলের ইঞ্জিনিয়ার রেলের থেকে সবুজ সংকেত পেলেই বামনগাছি ও দত্তপুকুরের একাধিক এলাকার জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে। এই প্রেক্ষাপটে বামনগাছি পশ্চিম মুরালি এলাকায় পরিদর্শনে এলেন রেলের ইঞ্জিনিয়ার। প্রতি বছর বর্ষা এলেই বারাসাত ১ নম্বর ব্লকের ছোটজাগুলিয়া এবং কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে, মূলত সঠিক জল নিকাশি ব্যবস্থা না থা