আজ রাতে মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় রানীনগর থানা এলাকার কুকুর মারি সাগর সংলগ্ন এলাকায় তারপরে উক্ত এলাকা থেকে ৮০৯ বোতল পেনশন সহ গ্রেফতার করে ৮০৯ বোতল সহ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় যাচ্ছিলেন, সে মত অবস্থায় রাণীনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পে হান আদায়, তারপরেই উক্ত যুবককে আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় ৮০৯ বোতল ফেনসিডিল তারপরে তাকে গ্রেফতার করে নিয়ে আসে থানায়