সীতাই: আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাজিৎ চাত্রা বুথে তৃণমূলের SIR সহায়তা কেন্দ্রে উপস্থিত বিধায়িকা
আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাজিৎ চাত্রা বুথে তৃণমূলের SIR সহায়তা কেন্দ্রে উপস্থিত বিধায়িকা। বুধবার দুপুর দুটো বিধায়িকা সংগিতা রায় তিনি ওই বুথে তৃণমূলের SIR সহায়তা কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি স্থানীয়দের সহায়তায় তাদের SIR এনুমারেশন ফর্ম নিজে হাতে পূরণ করে দেন। এছাড়াও সকলকে SIR নিয়ে সচেতন করেন এবং SIR নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই বলেও জানিয়ে দেন।