জলপাইগুড়ি: দুর্যোগে সবজির বাজারে আগুন, অনেক সব্জির দামে জলপাইগুড়িতে সেঞ্চুরি পার, রাতেই অভিযান SDO সহ টাস্ক ফোর্স
দুর্যোগে সবজির বাজারে আগুন, অনেক সব্জির দামে জলপাইগুড়িতে সেঞ্চুরি পার। সোমবার রাতে হটাৎ বাজারে অভিযান জলপাইগুড়ি মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তীর। যদিও অনেক কৃষকের দাবি বন্যায় সফলের নষ্ট হলেও কেউ পরিদর্শনে যাচ্ছে না। কৃষকদের সব্জির দাম বাড়তেই অভিযানে নামে প্রশাসনের আধিকারিকরা। যদিও প্রশাসনের আধিকারিকদের দাবি কৃষকরা যা দাম পায় তার থেকে অনেক বেশী দামে বিক্রি হয় সবজি। সেই কারনে অভিযানে গিয়ে দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। সেই মত আজ রাতেই জলপাইগুড়ি তে বিভিন্ন