মানবাজার ১: ঝাড়বাগ্দা গ্রামে পথ দূর্ঘটনায় গুরুতর আহত এক বৃদ্ধ
পথ দূর্ঘটনায় গুরুতর আহত হলেন এক বৃদ্ধ। রবিবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মানবাজার থানার অন্তর্গত ঝাড়বাগদা গ্রামের রাজাবাঁধ সংলগ্ন রাস্তায়।স্থানীয় সূত্রে ওই বৃদ্ধকে বাইকে ধাক্কা দেয়,বৃদ্ধের নাম রাধানাথ মাহান্তী। পরবর্তীকালে আহতকে উদ্ধার করে স্থানীয়রা মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসা চলছে ওই আহত বৃদ্ধের।