বাংলাদেশের দিপু হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রবিবার বিকেলে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের উদ্যোগে নয়াগ্রাম ব্লকের নারদা থেকে চাঁদাবিলা পর্যন্ত একটি পথসভা ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।এই কর্মসূচিতে সংগঠনের কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তাঁরা হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।