শালবনি: শালবনীর পাথরপড়ায় BLA ২ দের নিয়ে SIR এর প্রশিক্ষণ শিবির
শালবনিতে চলছে এস আই আর প্রশিক্ষণ শিবির। আজ শনিবার সালবনি মন্ডল তিনে আয়োজিত হয়েছে এই বিশেষ প্রশিক্ষণ শিবির। এদিন রাত্রি প্রায় নটা নাগাদ শালবনি তিন নাম্বার মন্ডল এর পাথর পাড়া অঞ্চলে আয়োজন করা হয় এসআইআর নিয়ে প্রশিক্ষণ শিবির। বি এল এ টু দের নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে বিস্তারিত আলোচনা করা হয় sir এর পদ্ধতি এবং অন্যান্য বিষয়ে।