রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলা উপভোক্তা দপ্তরের উদ্যোগে জেলা পর্যায়ের প্রতিযোগিতা ঘিরে জমজমাট কর্ণজোড়ায় ক্রেতা সুরক্ষা দপ্তর
উত্তর দিনাজপুর জেলা উপভোক্তা দপ্তরের উদ্যোগে জেলা পর্যায়ের প্রতিযোগিতা ঘিরে বৃহস্পতিবার রায়গঞ্জের কর্নজোড়ায় ছিল উৎসবের আবহ। প্রবন্ধ রচনা, স্লোগান লেখা ও পোস্টার ড্রয়িং – এই তিনটি বিষয়ে প্রায় ১২০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। উপভোক্তা দপ্তরের এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রবীর অধিকারী জানান, জেলার ২০টিরও বেশি স্কুলের কনজিউমার ক্লাব থেকে ছাত্রছাত্রীরা অংশ নেয় এই প্রতিযোগিতায়।