২০২৬ সালের গঙ্গাসাগর মেলা শুরু হতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আগামী ৮ই জানুয়ারি থেকেই সাগরতটে পুণ্যার্থীদের ঢল নামবে। কিন্তু মেলার আগে জেলা প্রশাসনের দুশ্চিন্তা বাড়িয়েছে প্রকৃতির রোষ। গত কয়েক বছরে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ ও সামুদ্রিক জলোচ্ছ্বাসের প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সাগর পাড়। ভাঙনের ফলে মেলা গ্রাউন্ডের আয়তন অনেকটাই কমে আসায় এবার মেলার পরিকাঠামো সাজা।।