শীতলকুচি: শীতলকুচি থানা চত্বরে জয়েন বিডিও ও C I এর উপস্থিতিতে মাদকদ্রব্য পুড়িয়ে ধ্বংস করা হলো
বৃহস্পতিবার শীতলকুচি থানা চত্বরে ২০২৩ ও ২০২৪ সালে মালিক বিহীন পুলিশের দ্বারা বাজেয়াপ্ত মাদকদ্রব্যগুলি কোর্টের অর্ডারে পুড়িয়ে ধ্বংস করা হলো শীতলকুচি থানা চত্বরে। এদিন এই মাদকদ্রব্যগুলির মধ্যে ফেন্সিডিল ২৩১২৪ বোতল, গাজা ৫৯২ কেজি ও 5558 টি ইয়াবা ট্যাবলেট কোর্টের অর্ডারে শীতলকুচির জয়েন বিডিও সন্দীপন দাস গুপ্ত সিআই অজয় কুমার মন্ডল ,শীতলকুচি প্রধান পাপড়ি বর্মন এর উপস্থিতিতে এই মাদকদ্রব্য গুলো ধ্বংস করা হয়।