ময়না: ২০২৬ সালের নির্বাচনে ময়না বিধানসভার BJP প্রার্থী কে হচ্ছেন ? ময়নাতে কি বললেন বিধায়ক অশোক দিন্দা
বিজেপির ময়নামন্ডল স্থির উদ্যোগে গজিলায় মোরে বিজয় সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলনী মঞ্চে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি উত্তম সিং ময়নার বিধায়ক অশোক দিন্দা সহ অন্যান্য নেতৃত্বরা বিভাগ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ২০২৬ সালে ময়না বিজেপি প্রার্থী নাম ঘোষণা করেন এবং তৃণমূলকে হারানোর বার্তা দেন |তিনি বলেন ময়নাতে তৃণমূলের প্রার্থী পাওয়া যাবে না এখানে কেউ দাঁড়াতে চাইবে না কারণ বিজেপি কুড়ি হাজার ভোটে জিতবে |