তেলিয়ামুড়া: তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দেয় তেলিয়ামুড়ায়
গতকাল রাতে কোন এক সময় চোরের দল হানা দেয় তেঃমুড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। মঙ্গলবার সকাল 8 ঘটিকায় বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ে এসে দেখতে পায় বিদ্যালয়ের বিভিন্ন আলমারি সহ লকার ভাঙ্গা এবং সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায় চোরের দল। খবর দেওয়া হয় তেঃমুড়া থানার পুলিশকে, তেঃমুড়া থানার পুলিশ এসে একটি চুরির মামলা নিয়ে তদন্ত শুরু করে।