হাওড়া বালিটিকুরী কালিতলায় লাইব্রেরি রোডে সিস্টার নিবেদিতা একাডেমি নামে একটি বেসরকারি স্কুলে আজ এক বিঞ্জান প্রদর্শনীর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসকনের দুই মহারাজ এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবি সাগর সিং ও শ্রাবন্তি সিং। স্কুলের প্রিন্সিপাল অরুনা লাহার প্রচেষ্টায় এবং শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় ছাত্র ছাত্রীরা তাদের কারুকার্য দেখায়।