আলিপুরদুয়ার ১: হঠাৎ হরপাবানে শীলতোর্ষা নদীতে জল স্তর বাড়ায় আতঙ্ক আলিপুরদুয়ার -১ ব্লকে,নদীতে ভেসে যাচ্ছে বন্যজন্তু
রবিবার সকাল থেকে শীলতোর্ষা নদীতে জল স্তর বেড়েছে হঠাৎ হরপাবানে।ভুটান থেকে নেমে আসা ওই নদীতে জল স্তর বাড়ায় চিন্তা বেড়েছে আলিপুরদুয়ার -১ ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে ।বিশেষ করে আলিপুরদুয়ার -১ ব্লকের পাতলাখাওয়া ও পূর্ব কাঠাল বাড়ি এলাকার বাসিন্দারা চিন্তায়।জল বাড়ায় নদীর ভাঙনও দেখা যাচ্ছে।সেই সঙ্গে আবার নদীতে প্রচুর গাছ ভেসে আসছে।স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন নদীতে অনেক বন্য জন্তুও দেখা যাচ্ছে।