হলদিয়া: না বালিকা মেয়েকে পলোহন দেখিয়ে ধর্ষণ ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হলদিয়া পৌরসভা ২৩ নম্বর ওয়ার্ডের ঘটনা
না বালিকা মেয়েকে পলোহন দেখিয়ে ধর্ষণ ভবানীপুর থানায় অভিযোগ দায়ের।হলদিয়া পৌরসভা ২৩ নম্বর ওয়ার্ডের ঘটনা।ওই নাবালিকার মা শনিবার বিকেল চারটার সময় সংবাদ মাধ্যমকে জানায় মেয়ে পেটের ব্যথা হয় প্রথমে হলদিয়া মহকুমার হাসপাতাল পরে তমলুক হাসপাতালে দেখালে মেয়ে অন্তঃসত্ত্বা বলে জানয়।জিজ্ঞাসা করে জানতে পারে অভিযুক্ত দাদু সম্পকে রামপদ মন্ডল টাকা-পয়সার পলোহন দেখিয়ে ধর্ষণ করত বলে অভিযোগ। ওই অভিযুক্তর বিরুদ্ধে কঠোর শাস্তি দাবীতে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন।