হরিশ্চন্দ্রপুর ১: হরিশ্চন্দ্রপুর থানা প্রাঙ্গণ থেকে দুস্থদের মধ্যে শীতবস্ত্র তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হলো
প্রতি বছরের মতো কালীপূজার পরবর্তী সময়ে হরিশ্চন্দ্রপুর থানা প্রাঙ্গন থেকে পুলিশ প্রশাসনের উদ্যোগ মতো দুস্থদের মধ্যে শীতবস্ত্র তুলে দেওয়া কর্মসূচি গ্রহণ করা হয়। সেই মতো বুধবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন,থানার আইসি মনোজিৎ সরকার ছাড়াও পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। হাজার হাজার দুস্থদের মধ্যে বিভিন্ন বস্ত্র তুলে দিয়ে পুলিশ প্রশাসন কর্তারা বিভিন্ন বার্তা রাখেন।