রতুয়া ১: ব্যাপক গঙ্গার গর্ভের তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়িঘর, পশ্চিম রতনপুরের মানুষজন বর্তমানে দিশেহারা
Ratua 1, Maldah | Sep 22, 2025 তীব্র নদী ভাঙ্গনে একের পর এক বাড়িঘর গঙ্গা গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অত্যন্ত তীব্র গতিতে বাড়ি ঘরের অবশিষ্ট অংশ তলিয়ে যাওয়ার পাশাপাশি সবকিছুই হারাচ্ছে পশ্চিম রতনপুর এলাকার বাসিন্দারা। রতুয়ার এই পশ্চিম রতনপুর এলাকা লাগাতার ভাঙ্গনে গ্রাম বর্তমানে শেষ হয়ে যাচ্ছে। এলাকার যে একমাত্র প্রাথমিক বিদ্যালয় সেটি থেকে গঙ্গার দূরত্ব মাত্র কয়েক মিটার। যে ধরনের ভাঙ্গন হচ্ছে তাতে সমস্ত এলাকা তলিয়ে যাওয়ার সাথে এই প্রাথমিক বিদ্যালয়টিও তলিয়ে যাবে আশঙ্কা করা হচ্ছে।