চাঁচল ১: উমার বিদায়, শ্যামার আগমন — ‘রঙ্গিলা রাজস্থান’ থিমে চাঁচলের রঙিন ক্লাবের কালীপুজোর প্রস্তুতি শুরু
দুর্গার পর কালীর আগমন, খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু চাঁচলের রঙিন ক্লাবের পুজো প্রস্তুতি উমার বিদায়ের পর শ্যামার আগমন। দুর্গাপুজো শেষ হতেই শুরু হয়েছে কালীপুজোর প্রস্তুতি। রবিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে মালদার চাঁচলের রঙিন ক্লাবের এবছরের কালীপুজোর প্রস্তুতি পর্ব শুরু হলো। চাঁচলের রঙিন ক্লাবের এবছর থিম ভাবনা ‘রঙ্গিলা রাজস্থান’। মরু রাজ্যের রঙ, নৃত্য, সংগীত ও ঐতিহ্যকে কেন্দ্র করে সাজানো হবে প্যান্ডেল। রাজস্থানের রাজকীয় রঙের ছোঁয়ায় মেতে উঠবে