দাসপুর ১: দাসপুর থানার রানাপুর এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি মাটির দ্বিতল বসত বাড়ি,অল্পের জন্য রক্ষা পেল ১১ টি প্রাণ
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রানাপুর এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি মাটির দ্বিতল বসত বাড়ি,অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন পরিবারের সদস্য। ওই পরিবারের সদস্য জানান আমারা পরিবারে ১১ জন ঘুমিয়ে ছিলাম হুড় মুড়িয়ে ভেঙ্গে পড়ে মাটির দ্বিতল বসত বাড়িটি। মাথা গোঁজার ঠাঁই টুকুও গেলো ভেঙে, পরিবারের সদস্যদের নিয়ে কোনো রকমে ভাঙাবাড়ির এক দিকে থাকবেন তারা।