রঘুনাথপুর ১: লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গুজরাট থেকে ২আসামীকে গ্রেফতার করে পুরুলিয়ার রঘুনাথপুরে নিয়ে এল রঘুনাথপুর থানার পুলিশ
লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গুজরাট রাজ্যের মেহেসানা গ্রাম থেকে দুই আসামীকে গ্রেফতার করে নিয়ে এল পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ। তাদের নাম কুঞ্জয় পাঞ্চাল ও বিক্রম মিরখাদ ঠাকুর। তাদের দুজনের বাড়ি গুজরাটের মেহেসানা গ্রামে।সোমবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অভিযোগকারী রঘুনাথপুরের DVCর তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়ার নিরাকার ফরিদা।