হরিদাস ও খোরকা দীঘি গ্রামবাসীর যৌথ উদ্যোগে দামোদর মাস ও নগর কীর্তন উপলক্ষে রাধা কৃষ্ণের ও মহাপ্রভুর ভোগের আয়োজন অনুষ্ঠিত হয় রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে। আজ রবিবার বিকেল চারটে নাগাদ প্রথমে মহিলারা মাথায় ঘট নিয়ে সংকীর্তনের শোভা যাত্রার মধ্য দিয়ে গাজোলের মতি দীঘি থেকে ঘট ভরে নিয়ে এসে পুনরায় মন্দির প্রাঙ্গনে আসেন। এরপর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ও নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা ভাবে রাধা কৃষ্ণের পুজোয় মেতে উঠেছে ভক্তরা রবিবার রাত্রি ৯ টা নাগাদ। কমিট