দাসপুর ১: দাসপুরের করুনাচকে স্বেচ্ছায় রক্তদান শিবির
দশম বর্ষে পদার্পণ করল দাসপুরের করুণাচক গ্রামের সার্বজনীন গণেশ পুজো। এই পুজো উপলক্ষে সোমবার বেলা প্রায় ১১টা থেকে আয়োজিত হল এক রক্তদান শিবির। দাসপুর ১ ব্লকের করুণাচক নিউ রেনবো ক্লাবের উদ্যোগে এই গণেশ পুজো এবং তাদের উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন বেল প্রায় আড়াইটা নাগা এই রক্তদান শিবিরে হাজির হন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা