শশ গ্রামের ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত বিধায়ক সুশান্ত মাহাতো।। বাঘমুন্ডির শশ গ্রামে প্রতি বছরের ন্যায় এ বছরও জনক সিং মুড়া ও গণেশ সিং মুড়া-র স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হলো বিরাট ফুটবল প্রতিযোগিতা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ফুটবল খেলায় শশ, সেরেংডী, পড়শা, কাড়িহেসা সহ আশেপাশের গ্ৰামের ব্যাপক সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা গেল। ঝাড়খন্ড থেকেও খেলোয়াড় ও খেল প্রেমীদের অংশগ্রহণ ছিল। বিজয়ী দলের হাতে ট্রফি সহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হলো।