বালি-জগাছা: হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে গড়ফা সাবওয়েতে জমা জলে আটকে পড়ল লরি
রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে এর গড়ফা সাবওয়ে। মঙ্গলবার আনুমানিক দশটা নাগাদ কোনা এক্সপ্রেসওয়ে গড়ফার কাছে দেখা গেল সাবওয়েতে জল জমে থাকার কারণে একটি লরি মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছে জমা জলে এবং ওই রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে হাওড়া সিটি পুলিশ এর ফলে তীব্র যানজট তৈরি হয়েছে হাওড়ার সাতরাগাছির কোনা এক্সপ্রেস ওয়েতে।