তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কেতুগ্রামে সুবিশাল মহিলা মিছিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ এই মিছিলটি কেতুগ্রামের একাধিক এলাকা পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ। দলীয় পতাকা ও ব্যানার হাতে বিপুল সংখ্যক মহিলা কর্মী-সমর্থকের অংশগ্রহণে মিছিলটি জনসমুদ্রের চেহারা নেয়।আর এই মিছিলের মাধ্যমে প্রতিষ্ঠা দিবসকে ঘিরে তৃণমূল কংগ্রেসের আদর্শ ও জনমুখী কর্মসূচির বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।