দুবরাজপুর: অঙ্গদান নয়, রক্তদানও নয়, ১৭ ইঞ্চি চুল দান করে ক্যানসার আক্রান্তদের পাশে দুবরাজপুরের যুবক
দুবরাজপুর শহরের বাসিন্দা বিশ্বরূপ দাস ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়িয়ে এক ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজের সযত্নে রাখা ১৭ ইঞ্চি লম্বা চুল দান করে তিনি কেমোথেরাপির ফলে চুল হারানো রোগীদের মানসিক কষ্ট লাঘবের চেষ্টা করেছেন। কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় নারী-পুরুষ নির্বিশেষে বহু ক্যানসার আক্রান্তের চুল ঝরে যায়, যার ফলে তাঁরা হীনমন্যতায় ভোগেন। সেই বিষয়টি মাথায় রেখেই বিশ্বরূপ এই সিদ্ধান্ত নেন।