কলকাতা: উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াল মহানগরীর টলিপাড়া
উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াল টলিপাড়া। উত্তরবঙ্গের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে বিপুল ক্ষয়ক্ষতির পর এবার দুর্গত মানুষের পাশে দাঁড়াল টলিপাড়া। টানা বৃষ্টি ও পাহাড়ি ধসের ফলে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বহু এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘরবাড়ি ভেসে গেছে, রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন, বিপাকে সাধারণ মানুষ। এই কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন টলিউডের তারকারা।