নবদ্বীপ: চর-মাজদিয়া বাজার এলাকায় SIR এর সমর্থনে পথসভা বিজেপির,উপস্থিত রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার
Nabadwip, Nadia | Oct 28, 2025 মঙ্গলবার সন্ধ্যায় CMCB গ্রাম পঞ্চায়েতের চর-মাঝদিয়া বাজার এলাকায় SIR এর সমর্থনে এক পথ সভার আয়োজন করে বিজেপি নবদ্বীপ বিধানসভা ৩ নম্বর মন্ডল কমিটি,পথসভায় উপস্থিত ছিলেন রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার,রানাঘাট সাংগঠনিক জেলা কমিটির সভানেত্রী অপর্ণা নন্দী সহ অন্যান্য নেতৃবৃন্দ,এদিনের পথের সভায় স্থানীয় এক ব্যবসায়ী ও ৪তৃণমূল কর্মী দল ছেড়ে যোগ দেন বিজেপিতে,যদিও তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েত প্রধান বলেন যোগদানকারীরা কেউ তৃণমূল কর্মী নন।