রাজনগর: রাজনগরে নারী নিরাপত্তার দাবিতে ডেপুটেশন, সিপিআইএম CITU’র ১০তম ব্লক সম্মেলনে জোর সাড়া
রাজনগরে CITU এর ১০ তম ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এই উপলক্ষে CITU এর পক্ষ থেকে একটি মিছিল করা হয় এবং রাজনগর শম্ভু বংশী নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সংলগ্ন প্রাঙ্গনে মুক্তমঞ্চে সম্মেলন অনুষ্ঠিত হয়। দলীয় পতাকা উত্তোলন করেন CITU ব্লক সভাপতি শেখ মকরম। উপস্থিত ছিলেন CITU এর ব্লক সভাপতি শেখ মকরম, সম্পাদক সুকদেব বাগদি সহ সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি, সিপিআইএম রাজনগর এরিয়া সম্পাদক উত্তম মিস্ত্রি সহ অন্যান্যরা।